Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৮:৪০

বরিশাল: সহপাঠীদের নিয়ে খেলার সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বরিশালের মুলাদীতে হামিম নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) বেলা ১২টার দিকে উপজেলা পৌর শহরের পল্লী বিদ্যুৎ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম উপজেলার চরলক্ষ্মীপুর নন্দিবাজার এলাকার বাসিন্দা ও মুলাদী শহরের মুদি দোকানি গিয়াস উদ্দিনের ছেলে। সে মুলাদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাইদুর রহমান বলেন, ‘হামিম ক্লাস শেষে মুলাদি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। সেখানে দৌড়াতে গিয়ে দুর্ঘটনাবশত রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় হৃদয় নামে এক যুবক অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

বরিশাল বিদ্যুতের খুঁটি স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর