Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এত বড় বোয়াল তিস্তায় আগে মেলেনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৮:২২

লালমনিরহাট: হাতিবান্ধা উপজেলার তিস্তায় ইলিশের পর এবার জেলেরা ধরেছেন ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি মুহূর্তেই ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।

সোমবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছটি ধরা পড়ে।

জেলে সাজু মিয়া বলেন, ‘আমি অনেক খুশি। এত বড় বোয়াল মাছ তিস্তা নদীতে আগে পাইনি। এটাই আমার জীবনে ধরা সবচে বড় মাছ। গত দুইদিন ধরে তিস্তার পানি বাড়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি ধরা পড়ে। পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে মাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করি।’

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ি ঢল ও উজানে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ক্রমেই বাড়ছে। পানিবৃদ্ধির সঙ্গে তিস্তা নদীতে উজানে বিভিন্ন জাতের মাছও বেড়েছে। এর মধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ, কালীবাউস, গুলশা, টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

এদিকে সোমবার সকালে হাতিবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ি গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যান। এসময় তার খোঁচার আঘাতে ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি পাওয়ার পর বিক্রয়ের জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, ‘বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭ হাজার টাকায় কিনে ১৫ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি।’

ঘুন্টি বাজারের তবারক হোসেন বলেন, ‘তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনোদিন দেখিনি। এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে কেটে ভাগ করে নিয়েছি।’

সারাবাংলা/এমও

তিস্তা বোয়াল লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর