পুঁজিবাজারে বড় দরপতন, আতঙ্কিত বিনিয়োগকারীরা
১৬ মে ২০২২ ১৮:১১ | আপডেট: ১৬ মে ২০২২ ১৯:১২
ঢাকা: ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ এবং শ্রীলংকার অর্থনৈতিক বিপর্যয়সহ নানা আতঙ্কে পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। সোমবার (১৬ মে) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক হারিয়েছে ১৩৪ পয়েন্ট। সূচকের এই পতনের ধারা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অব্যাহত ছিল। দিন শেষে সিএসই সূচক হারিয়েছে ৩৮২ পয়েন্ট। পুঁজিবাজারে এই বড় দরপতনে বিনিযোগকারীদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সোমবার ডিএসইতে ৩৮১টি কোম্পানির ২৯ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮০০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৬টির, কমেছে ৩৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির দাম। দিন শেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩০ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৪১০ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৬টি কোম্পানির এক কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৩৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে সাটির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮২ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৬৬ পয়েন্ট নেমে আসে।
সারাবাংলা/জিএস/পিটিএম