Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর প্রেসক্লাব ভবনসহ অর্ধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৮:০১ | আপডেট: ১৬ মে ২০২২ ১৮:০২

নাটোর: ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নাটোর প্রেসক্লাব ভবনসহ শহরের অর্ধ শতাধিক অবৈধ ও অধিগ্রহন করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি ও আইন কর্মকর্তা কামরুজ্জামান মিয়া এই অভিযান পরিচালনা করেন।

সোমবার (১৬ মে) সকাল ১১টা থেকে উচ্ছেদ কার্যক্রমের শুরুর পর দুপুরে প্রেসক্লাব ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম পরিচালনায় এই অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ৫৮ কোটি টাকা ব্যয়ে শহরের বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পযর্ন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়। এরমধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যরে সড়ক ১০০ ফুট প্রশস্ত করা হবে। এজন্য জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্যে সাড়ে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এছাড়াও সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলার জন্য দখলদারদের নোটিশ দেওয়া শেষে সেগুলো ভেঙে উচ্ছেদ করা হয়।

সারাবাংলা/এমও

উচ্ছেদ নাটোর নাটোর প্রেসক্লাব প্রেসক্লাব ভবন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর