Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নাকানোর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৭:৩৩

ঢাকা: জাপানি দুই শিশুর বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে। শিশু দুটির মা জাপানি নাগরিক নাকানো এরিকো এই আবেদন করেন।

সোমবার (১৬ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়।

আদালত আগামী এ বিষয়ে ২৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

আদালত আজ নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

পরে এ বিষয়ে আইনজীবী শিশির মনির জানান বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, দুই শিশু মায়ের সঙ্গে রাজধানীর বারিধারায় থাকবেন। প্রতিদিন বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এ নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মাঝেই শিশুদের নিয়ে বাইরে যান। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। সোমবার (২৩ মে) পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।’

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়। তিন মাসের মধ্যে পারিবারিক আদালতে থাকা মামলাটি নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়।

একইসঙ্গে এ সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না এবং বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আপিল বিভাগের রায়ে বলা হয়, মামলা চলাকালে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। তবে বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন।

এর আগে, গত বছরের ২১ নভেম্বর দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ে বলা হয়, তবে জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে।

সারাবাংলা/কেআইএফ/একে

ইমরান শরীফ নাকানো সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর