Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মুত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ১৭:১৪

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রী চিত্ত মার্ডি (৩৩) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠি কোল সম্প্রদায়ের এক কৃষকের মৃত্যু হয়েছে। চিত্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের শ্রী মহাদেব মার্ডির ছেলে।

সোমবার (১৬ মে) সকাল ৬টায় চাঁপাইনবাবঞ্জ থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন কৃষক শ্রী চিত্ত মার্ডি। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রেলপথের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশের চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

কৃষকের মুত্যু চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে কাটা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর