Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. মঈন খান আইসিইউতে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ০০:১৯ | আপডেট: ১৬ মে ২০২২ ০০:২৬

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ড. মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, রূপগঞ্জের জিন্দা পার্কে স্থানীয় বিএনপির এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আব্দুল মঈন খান। নিজ এলাকা নরসিংদীর পলাশের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলছেন, অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ বিরতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মঈন খান। এসময় জরুরিভাবে তাকে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর

আইসিইউতে ভর্তি টপ নিউজ ড. আব্দুল মঈন খান ড. মঈন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর