Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসচাপায় কারাগারের পরিচ্ছন্নতাকর্মী নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ২১:০২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (১৫ মে) বিকেলে নগরীর কোতোয়ালি থানার লালদিঘীর মোড়ের অদূরে জহুর হকার্স মার্কেটের গেইটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলামের (৪০) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। তিনি মাস্টার রোলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন বলে জানিয়েছেন ডেপুটি জেলার মনির হোসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সারাবাংলাকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হকার্স মার্কেট গেইটে তিন নম্বর রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাজুল নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করেছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/পিটিএম

পরিচ্ছন্নতাকর্মী নিহত বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর