রাজশাহীতে ত্রিমুখী সংঘর্ষ: স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও
১৫ মে ২০২২ ২০:১৫ | আপডেট: ১৫ মে ২০২২ ২০:৫২
রাজশাহী: পবা উপজেলার নওহাটায় দুই মোটারসাইকেল ও মাটিবাহী একটি ট্রাক্টরের সংঘর্ষে আক্তার হোসেন (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এর আগে সংঘর্ষে তার স্ত্রী ও চার বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছিল।
রোববার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আক্তার হোসেনের।
এর আগে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আক্তার হোসেনের স্ত্রী বিথি খাতুন (৩৩) ও তাদের মেয়ে মরিয়ম জান্নাত (৪)। তাদের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামে। এছাড়া মান্দা উপজেলার ছোট বেলাদহ গ্রামের আবদুল মান্নানও (৪৮) একই দুর্ঘটনায় মারা গেছেন।
আরও পড়ুন- রাজশাহীতে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য নিয়ামতপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন আক্তার হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। এসময় আরেকটি মোটরসাইকেল নিয়ে মান্দার দিকে যাচ্ছিলেন আবদুল মান্নান। নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি জানান, এসময় পেছন থেকে একটি একটি মাটিবাহী ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে শিশু মরিয়ম ও আবদুল মান্নানের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সময় পথেই মারা যান বিথি খাতুন। সবশেষ বিকেলে আক্তার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
ওসি ফরিদ উদ্দিন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর