ন্যাটোতে যাবে ফিনল্যান্ড, পুতিনের সতর্কবার্তা
১৫ মে ২০২২ ১৯:২৭ | আপডেট: ১৬ মে ২০২২ ০০:০৫
শেষ পর্যন্ত ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, শিগগিরই দেশটি ন্যাটোর সদস্যপদের জন্য তারা আবেদন করবেন। তবে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে ভুল করবে— এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইউরোপের দেশ হলেও এতদিন পর্যন্ত ন্যাটোতে যোগ দেয়নি ফিনল্যান্ড। দেশটি সামরিক দিক থেকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আসছিল। রাশিয়া-ইউক্রেন সংঘাতের শুরু থেকেই ইউক্রেনের পাশাপাশি ফিনল্যান্ডেরও ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ছিল আলোচনায়।
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসতো নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ন্যাটোর সদস্যপদের জন্য ফিনল্যান্ড আবেদন করছে। স্থিতিশীল, শক্তিশালী ও দায়িত্বশীল নরডিক অঞ্চলের একটি দেশ হিসেবেই সুরক্ষিত ফিনল্যান্ডের জন্ম। আমরা নিরাপত্তা পেয়ে থাকি এবং এই নিরাপত্তা সবার সঙ্গে ভাগাভাগিও করে থাকি। এটি স্মরণে রাখা প্রয়োজন, নিরাপত্তা কোনো খেলার বিষয় নয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন জানিয়েছেন, ন্যাটোতে আবেদনের এই সিদ্ধান্তের বিষয়টি এবারে অনুমোদনের জন্য পাঠানো হবে সংসদে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ন্যাটোর সদস্য হিসেবে আমরা জোটের সার্বিক নিরাপত্তার জন্য দায়বদ্ধ থাকব।
ন্যাটোর সদস্যপদ প্রসঙ্গে ফিনল্যান্ডের মতো প্রায় একই অবস্থানে রয়েছে প্রতিবেশী সুইডেনও। এখনো দেশটি ন্যাটোতে যোগ দেয়নি। ইউক্রেন-রাশিয়া সংঘাতে তাদের ওপরও ন্যাটোতে যোগদানের চাপ রয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে সুইডেনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩শ কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। তবে সুইডেন ও ফিনল্যান্ড— দুইটি দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে। সামরিক জোট ন্যাটোকে রাশিয়ার জন্য উসকানি বিবেচনাতেই দুই দেশের কোনোটিই এতদিন পর্যন্ত ন্যাটোর সদস্যপদ নেয়নি। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতময় পরিস্থিতি ফিনল্যান্ডকে শেষ পর্যন্ত মত বদল করতে বাধ্য করেছে। ধারণা করা হচ্ছে, একই পথে হাঁটবে সুইডেনও।
এদিকে, ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে ফিনল্যান্ড ভুল করবে— স্পষ্ট ভাষায় এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাউলি নিনিসতোর সঙ্গে ফোনালাপে তিনি বলেছেন, ফিনল্যান্ডের জন্য কোনো নিরাপত্তা হুমকিও নেই।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিসতোকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিনল্যান্ডের জন্য কোনো নিরাপত্তা হুমকি না থাকায় তাদের জন্য ন্যাটোর সদস্যপদ নেওয়া হবে ভুল সিদ্ধান্ত। পুতিন আরও বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন শেষ পর্যন্ত ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিলে সামরিক ভারসাম্য নষ্ট হবে। তখন সেই ‘ভারসাম্য ফিরিয়ে আনতে’ বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়াকে প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটাতে হবে।
এদিকে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে এর জন্য রাশিয়ার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো হুমকি দেওয়া হয়নি। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু ইঙ্গিত দিয়ে জানিয়েছে, ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া।
সারাবাংলা/টিআর