Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলবাড়ীতে ইউপি সদস্যের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ১৭:০৩

আত্মহত্যা [প্রতীকী ছবি]

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে এক ইউপি সদস্যের মেয়ে রিতা আক্তারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চামড়াগুদাম গ্রামে রিতার শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিতা আক্তার উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চামড়াগুদাম গ্রামের ইউপি সদস্য মো. মোশারফ হোসেনের তৃতীয় কন্যা। সে দিনাজপুর সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনালের শিক্ষার্থী ছিলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা প্রতিদিনের মতো গত শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তার শোবার ঘরে ঘুমিয়ে পড়েন। পরের দিন রোববার সকাল সাড়ে নয়টার দিকে তার মা মমতাজ বেগম তাকে ঘুম থেকে ডাকতে দরজায় কড়া নাড়ে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিতার ব্যবহৃত মোবাইল ফোনসহ একটি চিরকুট জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলে কোনো সিমকার্ড ও মেমোরি কার্ড ছিল না। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

ঝুলন্ত লাশ ফুলবাড়ী

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর