রাজশাহীতে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ১১:৪৪ | আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৪০
১৫ মে ২০২২ ১১:৪৪ | আপডেট: ১৫ মে ২০২২ ১৩:৪০
রাজশাহী: পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পর।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুইজন মারা যান। এ সময় আহত অন্য দুইজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, হাসপাতালে দুইজনকে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য এক পুরুষের চিকিৎসা চলছে।
সারাবাংলা/এএম