Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় পি কে হালদার ৩ দিনের রিমান্ডে

সারাবাংলা ডেস্ক
১৫ মে ২০২২ ১১:২৭ | আপডেট: ১৫ মে ২০২২ ১৩:০০

ঢাকা: ভারতে গ্রেফতার হওয়ার পর এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার নগর দায়রা আদালত। এর ফলে তাকে রিমান্ড হেফাজতে পেয়েছে ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

শনিবার (১৪ মে) গভীর রাতে স্পেশাল ইডি থেকে পিকে হালদারের রিমান্ড আবেদন করা হয়। আজ রোববার সকালে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

অর্থ পাচার করে দেশ থেকে পালানোর পর শনিবার পি কে হালদার গ্রেফতার হন।

তার আগে শুক্রবার (১৩ মে) পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগীদের সন্ধানে ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতের ১০ স্থানে অভিযান চালিয়ে পি কে হালদারের অন্তত ২২টি বাড়ির সন্ধান মেলে। এ ছাড়া বাড়িগুলো থেকে বেশ কিছু নথিও জব্দ করা হয়।

বাংলাদেশের পাশাপাশি ভারতেও নাগরিকত্ব নিয়েছিলেন পি কে হালদার। নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন শিবশঙ্কর হালদার। এই নামে তিনি পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড করে নেন। এমনকি ভারতীয় ভোটার কার্ড, প্যান ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয় জালিয়াতি করে তিনি নিজেকে শিবশঙ্কর হালদার বানিয়ে নেন।

সারাবাংলা/একে

কলকাতা টপ নিউজ পি কে হালদার রিমান্ড

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর