Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২২ ০৮:০০ | আপডেট: ১৫ মে ২০২২ ১১:৩৮

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ন। সাবেক নেতা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর একদিন পর তাকে দেশটির নির্বাচিত হয়েছেন তিনি। খবর এএফপি।

গতকাল শনিবার (১৪ মে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির দীর্ঘদিনের এই ডি ফ্যাক্টো শাসক।

ইউএই’র সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফেডারেল সুপ্রিম কাউন্সিলের দ্বারা নির্বাচিত হন। সদ্য প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফার সৎ ভাই তিনি।

আরও পড়ুন: আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ মারা গেছেন

মৃত্যুর আগে গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা। সে সময় পর্দার আড়াল থেকে কার্যত শাসন কাজ পরিচালনা করতেন শেখ মোহাম্মদ বিন জায়েদ।

এর আগে, গত শুক্রবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যাওয়ার তথ্য জানায় দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তবে কীভাবে প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

সারাবাংলা/এনএস

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর