আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার পরামর্শ শাজাহান খানের
১৪ মে ২০২২ ২৩:৪৫ | আপডেট: ১৪ মে ২০২২ ২৩:৪৬
রংপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের পরামর্শ দিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
শনিবার (১৪ মে) রংপুর মহানগরীর নবগঠিত মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।
শাজাহান খান বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নাশকতার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলার জন্য সারাদেশে দলের নেতাকর্মীদের সুসংহত হতে হবে।’
সমাবেশে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক বলেন, ‘শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনায় আজ গোটা রংপুর থেকে মঙ্গা চিরতরে বিদায় নিয়েছে। তাই জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ নির্মাণের পথে দুর্বার এগিয়ে চলা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’
নগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিয়ার রহমান। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করীম রাজুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম