Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে এক আলোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে।’

‘বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই বেশি অপরাজনীতি করেছে। তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে অনেক আজেবাজে কথা বলেছে। বিদেশে চিকিৎসার জন্য না নিলে ক্ষতি হবে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। অথচ বেগম জিয়া দেশে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রশাসনিক ক্ষমতাবলে বেগম জিয়ার সাজা স্থগিত রেখে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিয়েছেন। এজন্য তাদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকা।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে দেশে পরিবর্তনের নীরব বিপ্লব সাধিত হয়েছে। দেশের অভ্যন্তরে থাকি বলে আমরা এ পরিবর্তন বুঝতে পারি না। বিদেশ থেকে এলে বা অনেকদিন পরে দেখলে উন্নয়ন বেশি দৃশ্যমান হয়। আমাদের রিজার্ভের সমান হচ্ছে শ্রীলংকা ও পাকিস্তানের সম্মিলিত রিজার্ভ। কাজেই আমাদের শ্রীলংকার সঙ্গে তুলনা করে লাভ নেই। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। আর সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের ফলে।’

বিজ্ঞাপন

‘অনেক ভুল ধরা পার্টি আছে। এদের অনেককে মধ্যরাতেও দেখা যায়। তারা কোনো উন্নয়ন দেখতে পায় না। অথচ ভারত, আমেরিকা বা জাতিসংঘের নেতারা বিভিন্ন দেশে গিয়ে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের তুলনা দিয়ে থাকেন। বিএনপিও এসব ভুল ধরা পার্টির খপ্পরে পড়েছে। তারাও দেশের কোন উন্নয়ন দেখতে পায় না।’

বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন। বক্তব্য দেন- দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বদিউল আলম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, তৃতীয় লিঙ্গের সাগরিকা।

সারাবাংলা/আরডি/পিটিএম

ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর