Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: গয়েশ্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২১:১৪ | আপডেট: ১৪ মে ২০২২ ২১:৩৪

বগুড়া: বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন শেখ হাসিনার যাওয়ার সময়, শেখ হাসিনার থাকার সময় নয়। আমরা যেখানে ভোটই করবো না সেখানে ইভিএম নিয়ে কথা বলে লাভ কি? আজ সারাদেশে ঐক্যমত রয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আমরা যদি ভোটেই না যাই তাহলে ভোট রাতেই কাটুক আর দিনেই কাটুক, কোনো লাভ হবে না।

শনিবার (১৪ মে) বিকালে শহরের নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর কিছুদিন পরে আমরা আর আদালতের দিকে তাকিয়ে থাকবো না। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আদালত কিভাবে রায় দিচ্ছে তা আমরা জানি। এ রায় জনগণ মানে না ভবিষ্যতেও মানবে না।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচন করতে দেওয়া হবে না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন না হলে পালানোর পথ পাবেন না।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতায় যাবার জন্য বিএনপি আন্দোলন করছে না। বিএনপি আন্দোলন করছে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই কারণে সারাদেশের মানুষ বিশ্বাস করে তাকিয়ে আছে। এখন আমাদের কাজ দলের বিভিন্ন দায়িত্বে যারা আছি তাদের সংক্রিয় ভাবে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নামতে হবে, থাকতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গয়েশ্বর গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ নির্বাচন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর