Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ময়মনসিংহকে পৃথিবীর শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২১:০০

ময়মনসিংহ: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পশ্চাৎপদ ময়মনসিংহকে বদলে দেওয়ার জন্য মানবসম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। এটা পারলে ময়মনসিংহ অঞ্চলকে পৃথিবীর শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার (১৪ মে) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার উদ্যোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ব্যবস্থাপনায় এই আলোচনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি ম. হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ অন্যরা।

সারাবাংলা/এমও

ময়মনসিংহ মোস্তফা জব্বার শ্রেষ্ঠ জনপদ