হাত ধুতে গিয়ে খালের পানিতে ডুবে মারা গেলো শিক্ষার্থী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ২০:৪৭
১৪ মে ২০২২ ২০:৪৭
খাগড়াছড়ি: জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী (৭) পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৪ মে) দুপুরে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে ডুবে যায় বৈশাখী।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পানিতে ডুবে যাওয়ার পর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে বৈশাখীকে পানি থেকে তুলে বিজিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এসএসএ