‘পি কে হালদারকে ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে’
১৪ মে ২০২২ ২০:১৫ | আপডেট: ১৫ মে ২০২২ ০৮:৪৪
ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যাংকের প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ভারতের পশ্চিম বঙ্গে গ্রেফতার করেছে ওই দেশের অর্থনীতি সংক্রান্ত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি)। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পি কে হালদারকে দেশে ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’
শনিবার (১৪ মে) সন্ধ্যায় তার বাস ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে এখনও অফিসিয়ালি কোনো খবর আসেনি। খবর এলে আমরা অফিসিয়ালি ব্যবস্থা নেবো। তার নামে আমাদের এখানে মামলা রয়েছে। আমরা নিশ্চয়ই তাদের (ভারত) কাছে সহযোগিতা চাইবো।’
পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা পরবর্তীতে প্রচেষ্টা চালাবো। তাকে ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চালাবো।’
হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার ভারতে গ্রেফতার
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম শনিবার (১৪ মে) সাংবাদিকদের বলেছেন, ‘৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে পি কে হালদারকে ফেরত আনতে। যেহেতু ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেহেতু তাকে ফেরত আনতে তেমন কোনো সমস্যা দেখছি না।’
শনিবার (১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা এলাকা থেকে পি কে হালদার, তার স্ত্রী, ভাইসহ মোট ৬ জনকে গ্রেফতার করে ইডি। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ, চব্বিশ পরগণার ওই অশোক নগর এলাকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন।
সারাবাংলা/ইউজে/এমও