Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারি বর্ষণে সিলেট নগরে জলাবদ্ধতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ১৯:৫৯

সিলেট: টানা তিন দিনের ভারি বর্ষণে সিলেট নগরের জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়ছে বাসা-বাড়িতেও। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা বলছেন, যেখানেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে, সেখানে শ্রমিক নিয়োগ দিয়ে পানি অপসারণের কাজ শুরু করা হয়েছে।

নগরীর পাঠানটুলা। সিলেট-সুনামগঞ্জ রুট। নিচু এলাকা। প্রতি বৃষ্টির মৌসুমে জলজট দেখা দেয় ওই এলাকায়। শনিবার (১৪ মে) দুপুরে পাঠানটুলা এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। সড়কে পানি জমে হাঁটু পরিমান হয়ে যায়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

আজাদ মিয়া নামে এক সিএনজি অটোরিক্সা চালক জানান, বেলা ১১টার পর থেকে ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তার পানি উপচে আশপাশের এলাকায়ও ঢুকে পড়ে। এতে পাশ্ববর্তী দোকানগুলোতেও পানি ঢুকে যায়। কয়েকটি বাসার নিচ তলায়ও পানি জমে। সিএনজি অটোরিক্সাসহ হালকা যানবাহন ওই এলাকা দিয়ে পাড়ি না দিয়ে মদিনা মার্কেট হয়ে চলাচল করে। গত দু’দিন ধরে ওই এলাকায় জলাবদ্ধতা লেগেই আছে বলে জানান আজাদ মিয়া।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আজিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে দুপুরের দিকে তিনিসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা সেখানে যান। পাঠানটুলা ও লাভলী রোডে পানি জমেছিলো। ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক করতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, নগরের উত্তর এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নেই। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাচ্ছে। তবে দক্ষিল সুরমায় বাবুল নামে এক ব্যক্তি বাঁধ দিয়ে পানি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছিলেন। এ কারণে দক্ষিণ সুরমায়ও জলাবদ্ধতা দেখা দেয়। পরে শ্রমিক দিয়ে সেই বাধ অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সিলেট শহরে জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩শ’ শ্রমিক কাজ করছে বলে জানান নুর আজিজুর রহমান।

এদিকে, সিলেট নগরীর নাইওরপুল, শিবগঞ্জ, হাওয়াপাড়া সহ কয়েকটি এলাকায়ও দুপুরের দিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিটি করপোরেশনের শ্রমিকরা পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে নগরের দক্ষিণ অংশের কয়েকটি এলাকায় ড্রেনেজ কাজ চলার কারনে জলাবদ্ধতা প্রকট হয়েছে। এতে করে বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে রয়েছে মানুষ।

সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, ঘূণিঝড় আসানির প্রভাবে সৃষ্ট নিম্নচাপে সিলেটে গত দু’দিন ধরে ভারি বর্ষণ হচ্ছে। শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত সিলেটে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ১৯ শে পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/এমও

জলাবদ্ধতা ভারি বর্ষণ সিলেট নগর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর