ভারতে পি কে হালদারের নাম ছিল শিবশঙ্কর হালদার
১৪ মে ২০২২ ১৬:৩৭ | আপডেট: ১৪ মে ২০২২ ১৭:৫৬
ঢাকা: প্রকৃত পরিচয় ঢেকে রেখে এতদিন ভারতে আত্মগোপনে ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে হালদার)। শুধু বাংলাদেশ নয়, ভারতেও নাগরিকত্ব ছিল তার। নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন শিবশঙ্কর হালদার।
দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) শনিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়— পি কে হালদার সে দেশে শিবশঙ্কর হালদার নাম ধারণ করেছিলেন। এই নামে তিনি পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড করে নেন। এমনকি ভারতীয় ভোটার কার্ড, প্যান ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয় জালিয়াতি করে নিজের নাম রাখেন শিবশঙ্কর হালদার।
শনিবার সকালে বিপুল পরিমাণ অর্থপাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইডি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুদকের অনুরোধে ভারতে এ অভিযান চালানো হয়। এ ছাড়া পি কে হালদারের স্ত্রী ও ভাইকেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) ভারতে অন্তত ১০টি জায়গায় অভিযান চালিয়ে পি কে হালদারের ২২টি বিলাসবহুল বাড়ির সন্ধান মেলে।
সারাবাংলা/একে