বছরের শেষে অবসান ঘটতে পারে যুদ্ধের: ইউক্রেন
১৪ মে ২০২২ ১৬:২৯
চলতি বছরের শেষ দিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। একইসঙ্গে আগামী অক্টোবরে মাঝামাঝি সময়ে এই যুদ্ধ একটি একটি টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ। খবর বিবিসি।
স্কাই নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, ‘আগামী আগস্টের মাঝামাঝি হবে ব্রেকিং পয়েন্টে। আর চলতি বছরের শেষ নাগাদ সক্রিয় যুদ্ধের অধিকাংশ কাজের অবসান ঘটবে।’
তিনি আরও বলেন, ‘ফলে ডনবাস ও ক্রিমিয়াসহ দখল হওয়া সমস্ত অঞ্চল পুনরুদ্ধারে আমরা ইউক্রেনের সকল শক্তি নিয়োগ করব।’
আর এই যুদ্ধে হেরে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটবে, যা ইতোমধ্যেই চলছে বলে দাবি করেন তিনি। তবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সারাবাংলা/এনএস