খারকিভ থেকে রুশ সেনা প্রত্যাহার, দাবি ইউক্রেনের
১৪ মে ২০২২ ১৪:৫৭
ইউক্রেনের খারকিভ থেকে রাশিয়া বাধ্যতামূলক তাদের সেনাবাহিনী প্রত্যাহার করছে দাবি করেছে দেশটি। এটিকে ইউক্রেনের এক প্রকার জয় হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের একজন থিঙ্ক ট্যাঙ্ক। খবর বিবিসি।
সংবাদ সংস্থা এএফপি’কে ইউক্রেনের সেনাপ্রধানের মুখপাত্র জানিয়েছে, এই অঞ্চলে আমাদের অন্যতম চেষ্টা হবে খারকিভ শহর থেকে শত্রুদের সেনা ইউনিটি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের এই শহরটি প্রায় দুই সপ্তাহ ধরে শান্ত রয়েছে।
তবে গতকাল শুক্রবার (১৩ মে) দিবাগত রাতেও খারকিভ থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে আশপাশে ও দেরগাচি এলাকায় রুশ বাহিনী বোমা হামলা করেছে বলে জানা গেছে। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলে একটি অস্ত্র ডিপোতে আঘাত করেছে রুশ বাহিনী।
দেশটির চলমান হামলায় রাশিয়ার প্রধান উদ্দেশ্যে ছিল খারকিভ। আক্রমণের শুরুতে এলাকাটিতে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ফলে শত শত লোক নিহত হয়েছিল। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সর্বশেষ ভিডিও ভাষণে বলেছিলেন, ইউক্রেনের বাহিনী দেশটিকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
সারাবাংলা/এনএস