গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৮
১৪ মে ২০২২ ১২:৪৪ | আপডেট: ১৪ মে ২০২২ ১৪:২০
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান এ খবর নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- কাশিয়ানীর ব্যবসায়ী মোটরসাইকেল আরোহী অনিক শেখ (২৮), ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০), তার স্ত্রী রুমা বেগম (৪০), গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে প্রাইভেটকার যাত্রী চিকিৎসক বাসুদেব সাহা (৫৪) এবং তার স্ত্রী শিবানী ও ছেলে স্বপনীল সাহা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দক্ষিণ ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম