Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিব কিল্লা’ প্রকল্পের অনিয়ম খুঁজতে মাঠে সাব কমিটি

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২২ ১০:২১ | আপডেট: ১৪ মে ২০২২ ১০:২৭

ঢাকা: সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে অন্যতম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মুজিব কিল্লা’ প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে বাস্তবে মিল নেই। অনিয়ম খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটি। কমিটি প্রাথমিকভাবে প্রকল্পের কার্যক্রমের ফাইলপত্র দেখছে।

সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, এই প্রকল্পের কাজের অগ্রগতি সর্ম্পকে মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে যে প্রতিবেদনে জমা দিয়েছে, তাতে বলা হয়েছে প্রকল্পের কাজ ১০ দশমিক ৯ শতাংশ অগ্রগতি হয়েছে। মূলত অগ্রগতি হয়েছে এক শতাংশ। এই প্রকল্পের কাজ ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলেছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ কী, তা খতিয়ে দেখতে কমিটির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। তিন সদস্যের এই সাব কমিটিতে সদস্য আছেন জুয়েল আরেং ও মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তার জন্য ‘মুজিব কিল্লা’ নির্মাণ করেছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ওইসব ‘মুজিব কিল্লা’ পরিত্যক্ত হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সাধারণ অসংখ্য মানুষকে দুর্যোগকালে চরম দুর্ভোগে পড়তে হয়। দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিত্যক্ত মুজিব কেল্লা সংস্কারের পাশাপাশি নতুন করে আরও কেল্লা নির্মাণের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০১৮ সালের ৯ অক্টোবর একনেকে ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

সম্পূর্ণ রাজস্বখাতভুক্ত এক হাজার ৯৫৭ কোটি ৪৯ লাখ টাকার এই প্রকল্পে ঘূর্ণিঝড়প্রবণ ১৬ জেলার ৬৪ উপজেলা, বন্যা ও নদীভাঙন প্রবণ ২২ জেলার ৮৪ উপজেলায় বিদ্যমান ১৭২টি মুজিব কিল্লা সংস্কার ও উন্নয়ন এবং ৩৭৮টি নতুন মুজিব কিল্লায় নির্মাণসহ মোট ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ হওয়ার কথা।

এই প্রকল্পের আওতায় ‘এ’ ক্যাটাগরিতে ১৮৬টি মুজিব কিল্লা রয়েছে। এরমধ্যে ৫৫টি বিদ্যমান মুজিব কিল্লা পুননির্মাণ বা সংস্কার করা হবে এবং ১৩১টি নতুন কিল্লা নির্মাণ করা হবে। ‘বি’ ক্যাটাগরিতে ১৭১টি মুজিব কিল্লা রয়েছে। এরমধ্যে ৬৩টি বিদ্যমান মুজিব কিল্লা পুননির্মাণ বা সংস্কার করা হবে এবং ১০৮টি নতুন কিল্লা নির্মাণ করা হবে। ‘সি’ ক্যাটাগরিতে ১৯৩টি মুজিব কিল্লা রয়েছে। এরমধ্যে ৫৪টি বিদ্যমান মুজিব কিল্লা পুননির্মাণ বা সংস্কার করা হবে এবং ১৩৯টি নতুন কিল্লা নির্মাণ করা হবে। কিল্লার আশপাশে এক লাখ ১০ হাজারটি বীজ ও উদ্যান (বনায়ন) করা হবে। এছাড়াও কিল্লার কাজে ব্যবহারের জন্য অগ্নিনির্বাপক সরঞ্জামাদি কেনা হবে ৫৭৯টি।

সংসদীয় কমিটির কার্যপত্রে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই প্রকল্পের কাজ ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়। প্রকল্পের কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের অগ্রগতি মাত্র এক শতাংশ। যদিও মন্ত্রণালয়ের প্রতিবেদনে ১০ দশমিক ৯ শতাংশ অগ্রগতি হয়েছে। বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত বৈঠকে বিষয়টি নিয়ে চুলচেরা আলোচনা বিশ্লেষণ করা হয়। এ পর্যায় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, অনিয়ম সহ অন্যান্য কারণ অনুসন্ধানে খতিয়ে দেখতে একটি সাব কমিটি গঠন কও সংসদীয় কমিটি। কমিটির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। আর সাব কমিটির সদস্য করা হয়েছে জুয়েল আরেং ও মুজিবুর রহমান চৌধুরকে (নিক্সন)। এরইমধ্যে সাব কমিটি কাজ শুরু করেছে। ইতিমধ্যে ৩ টি মিটিংও করেছে সাব কমিটি। তারা প্রকল্পের ফাইল ওয়ার্ক করছেন। সরেজমিনেও প্রকল্পের কাজ দেখতে যাবেন তারা।

এসব বিষয় নিয়ে সাব কমিটির আহ্বায়ক মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে যোগযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘প্রকল্পের কার্যক্রমের বিষয় নিয়ে ২/ ৩ টি বৈঠক হয়েছে। এখন পর্যন্ত সাব কমিটির অনুসন্ধানের কাজ শেষ হয়নি। শিগগিরিই কমিটির বৈঠক হবে। পরে সরেজমিনে যাওয়া হবে।’

কমিটির অপর একজন সদস্য জানান, আমরা প্রকল্পের দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাইনি। ফাইল ওয়ার্ক চলছে। সরেজমিনে গিয়ে দেখে পরে প্রতিবেদন দেয়া জমা হবে।

সারাবাংলা/এএইচএইচ/একে

মুজিব কিল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর