পাহাড়ি ঢলে ডুবলো সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর
১৩ মে ২০২২ ২২:৩৯ | আপডেট: ১৪ মে ২০২২ ১৩:১৪
সুনামগঞ্জ: টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনোয়ারপুর সড়ক প্লাবিত হয়ে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ হাজার মানুষ।
শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় পাহাড়ি ঢলে সড়কটি ডুবে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যাদুকাটা ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুরের আনোয়ারপুর বাজার ব্রিজের সম্মুখে সড়কটি ডুবে যায়। এতে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল স্রোতের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় দিয়ে ডুবন্ত সড়ক পার হয়ে সুনামগঞ্জে আসতে হচ্ছে এলাকাবাসীকে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, ‘টানা বৃষ্টিপাতে তাহিরপুর উপজেলার নদ-নদীর পানি বাড়ছে। এতে আজ সন্ধ্যায় আনোয়ারপুর সড়কটি প্লাবিত হয়ে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন রয়েছে।’
সারাবাংলা/এমও