Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনও’র গাড়ির ধাক্কায় ৩ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২২ ২২:২৬

নওগাঁ: রাণীনগর উপজেলায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলামের গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শরিফুল মন্ডল, হাসান আলী ও নাইম হোসেন। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বনগ্রামে। আহত ৩ জনের মধ্যে শরিফুল মন্ডল নামে গুরুতর আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপর দুইজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আহতের স্বজনরা জানান, এদিন শরিফুলসহ ওই তিনজন ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রাণীনগর হয়ে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে আহত হয় তিনজন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নিলে গুরুতর আহত শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসকরা। তার ডান পা, ডান হাত, ও মুখে মারাত্মক জখম হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘আমরা গাড়ি নিয়ে সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ঘোষগ্রাম দিয়ে বান্দাইখাড়া যাচ্ছিলাম। ওই সময় বৃষ্টি হচ্ছিলো এবং আমাদের গাড়ি খুব ধীরে যাচ্ছিলো। ঘোষগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল রাস্তায় স্লিপকেটে আমাদের গাড়িতে এসে ধাক্কা মারে এবং তারা পড়ে যান। এতে মোটরসাইলে থাকা একজন আরোহী আহত হয়। আর দুইজনের কিছুই হয়নি। আহত একজন আরোহীকে সঙ্গে সঙ্গে নওগাঁ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তির চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তাও করা হয়েছে।’

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কিছুই জানতাম না। আত্রাইয়ের ইউএনও আমাকে ফোন করলে আমি হাসপাতালে যাই। আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আর্থিক সহযোগিতাও করেছেন।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আসেননি বা কেউ অভিযোগ করেনি।’

সারাবাংলা/এমও

ইউএনও’র গাড়ি গাড়ির ধাক্কা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর