Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের নিচে চাপা পড়ে ২ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২২ ১৯:৫০

প্রতীকী ছবি

রাজশাহী: গোদাগাড়ী উপজেলায় ট্রাকের নিচে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার ইজাজ আহমেদ (২০) এবং একই এলাকার মো. জাহিদ (২০)। ইজাজের বাবার নাম মোহাম্মদ আলী বকুল। জাহিদের বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, জাহিদ গোদাগাড়ীর পিরিজপুর গ্রামে আগে মামা ইসমাইল হোসেনের বাড়িতে থাকতেন। এখন রাজশাহী শহরে নিজেদের বাড়িতে থাকেন। শহর থেকে মোটরসাইকেলযোগে বন্ধুকে নিয়ে মামার বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত দুজনই শিক্ষার্থী। উদপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে গেলে দু’জনেই ঘটনাস্থলে মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু’টিও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রাকের নিচে চাপা শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর