নওগাঁ ও জয়পুরহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
১৩ মে ২০২২ ১৬:১৯ | আপডেট: ১৩ মে ২০২২ ১৬:২৭
ঢাকা: নওগাঁ ও জয়পুরহাটে বজ্রপাতে কিশোরসহ তিনজন প্রাণহারিয়েছেন। এর মধ্যে নওগাঁয় দু’জন এবং জয়পুরহাটে ১২ বছরের এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৩ মে) সকালে নওগাঁর পোরশায় পৃথক পৃথক স্থানে এবং দুপুরের জয়পুরহাটের কালাই উপজেলার শ্রীপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার নওগাঁর পোরশারে সকালে দুইজন নিজ নিজ এলাকায় মাঠে ধান কাটার কাজ করা অবস্থায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন— সায়েম উদ্দিন (৪০) ও নূর মোহাম্মদ (৫৫)। আর আহত নারী হলে জাহানারা বেগম (৫০)।
মৃত সায়েম উপজেলার ইসলামপুর গ্রামের নুহ মিস্তির ছেলে এবং নূর মোহাম্মদ রঘুনাথপুর গ্রামের আরসাদ আলীর ছেলে। এছাড়া আহত জাহানারা বেগম বাঙ্গাল পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ মৃত সায়েম এবং নূর মোহাম্মদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। আহত জাহানারা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে হৃদয় হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার দাদা মনসুর আলী (৭৫) ।
শুক্রবার দুপুরের উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হৃদয় হোসেন কালাই উপজেলার শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় রবিউলের পিতা মনসুর আলীও আহত হয়েছেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, দাদা মনসুর আলী ও নাতি হৃদয় হোসেন দু’জনে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে নিজেদের পুকুরের মাছ ধরছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নাতির মৃত্যু হয়। আহত হয় দাদা। এ সময় স্থানীয়রা মনসুর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সারাবাংলা/এনএস