Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২২ ১৩:২৯ | আপডেট: ১৩ মে ২০২২ ১৩:৪০

রুশ হামলার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার (১২ মে) জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭৫০ জন শরণার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, শরণার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে। তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরনার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।

জাতিসংঘের আনুমানিক হিসেবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।

সারাবাংলা/এএম

ইউক্রেন জাতিসংঘ রাশিয়া রুশ হামলা শরণার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর