Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২২ ১২:৫৩

বগুড়া: বগুড়ার চান্দাইকোনা-ভবানীপুর আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৩ মে) ভোরে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫০) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪৫)। ফজর আলী খাজা পিংকি পরিবহনের বাসচালক ছিলেন।

স্থানীয়রা জানান, বাসচালক ফজর আলী গাড়ি চালিয়ে রাতে চান্দাইকোনা আসেন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জামনগর এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের স্বজনেরা নিয়ে গেছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর