বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়ছে: ফখরুল
১৩ মে ২০২২ ১০:২৪
রংপুর: সরকারের নির্যাতন, মামলা-মোকাদ্দমার মধ্যেই বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ মে) রাতে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রয়াত মোস্তাফিজুর রহমান বিপুর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রংপুরে বিএনপিতে মোস্তাফিজুর রহমান বিপু ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ। তার পরিবারের কাছ থেকে যা শুনেছি, তা খুবই কষ্টের। বিএনপি বিপুর পরিবারের পাশে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের যন্ত্রণা, মামলা-মোকাদ্দমার মধ্যেই বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়ছে। দলের কেউই এখন ভালো নেই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হয়ে আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজুর রহমান বিপু।
সারাবাংলা/এএম