যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
১৩ মে ২০২২ ১০:০৭
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া পেট্রোল পাম্পের পাশে প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আলম অভি (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া পেট্রোল পাম্পের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রাশিদুর রহমান পাপ্পু জানান, অভির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। থাকতেন শনির আখড়ার পলাশপুরে। বাবার নাম আবুল কালাম আজাদ। অভি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
পাপ্পু আরও জানান, অফিসের কাজে রাতে কক্সবাজার যাওয়ার কথা ছিল অভির। বাসা থেকে বের হয়ে শনির আখড়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/