Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে গুলিতে নিহত প্রবাসীর মরদেহ ফিরল, জানাজা শেষে সমাহিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২১:৪১ | আপডেট: ১২ মে ২০২২ ২৩:০৩

মুন্সীগঞ্জ: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নিহত প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেনের মরদেহ দেশে ফিরেছে। জানাজা শেষে তাকে দাফন হয়েছে স্থানীয় কবরস্থানে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী কাইচাইলে নিজ এলাকার মাদরাসায় জানাজা হয় আনোয়ার হোসেনের। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে, গতকাল বুধবার (১১ মে) রাতে ফিলিপাইন থেকে আনোয়ার হোসেনের মরদেহ বাংলাদেশে পৌঁছায়। আগের বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মেট্রোম্যানিলা টাফ্ট অ্যাভিনিউতে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন- ফিলিপাইনে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে খুন

জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি দেওয়া আনোয়ারের লাশ হয়ে ফেরার ঘটনায় এলাকাজুড়ে এখন শোকের ছায়া। হত্যার বিচার ও আর কোনো প্রবাসীর যেন এমন পরিণতি না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আনোয়ারের স্বজন ও এলাকাবাসী।

আনোয়ারের পরিবার সূত্রে জানা যায়, ২৬ বছর আগে ফিলিপাইনে পাড়ি দিয়েছিলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী কাইচাইল এলাকার আনোয়ার হোসেন। গত এক যুগে সেখানেই গড়ে তুলেছিলেন বাংলাদেশে তৈরি পোশাক বিক্রির একাধিক প্রতিষ্ঠান। অনুকরণীয় হয়ে উঠেছিলেন হাজারও ফিলিপাইন প্রবাসী বাংলাদেশির। তার সহযোগিতায় অনেক প্রবাসীই গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান।

গত ৫ মে স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার সময় ফিলিপাইনের মেট্রোম্যানিলা টাফ্ট অ্যাভিনিউতে এক অস্ত্রধারীর প্রকাশ্যে গুলি করেন আনোয়ারকে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ফিলিপাইন পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

প্রবাসী বাংলাদেশি ফিলিপাইনে প্রবাসী নিহত