Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাস্থান গড়ে ‘গাঁজার মেলা’খ্যাত বৈশাখী উৎসবে মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২৩:৩৭ | আপডেট: ১২ মে ২০২২ ২৩:৪২

বগুড়া: ঐতিহাসিক মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখীর (রা.) আগমন এবং বিজয় উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৈশাখের শেষ বৃহস্পতিবার (১২ মে) মাজার জিয়ারত এবং বৈশাখী মেলা বসেছে। একসময় এই মেলাকে গাঁজার মেলা হিসাবে আখ্যায়িত করা হতো।

দেশ-বিদেশ থেকে গাঁজাসেবীরা আসতেন গাঁজা উৎসবে যোগ দিতে। এবারও দূর-দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মহাস্থানে।

মেলায় ধর্মপ্রাণ মুসলমান, সাধু-সন্ন্যাসীসহ বিভিন্ন শ্রেণির মানুষ এসেছে। মাজার এলাকার আশেপাশে জটাধারী সন্ন্যাসীরা তাদের প্রার্থনার অংশ হিসেবে গাঁজা সেবনের আসরও বসেছে। সব মিলিয়ে মহাস্থান ও আশেপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে।

বগুড়া শহর থেকে ১০ কিলোমিটর দূরে ঐতিহাসিক মহাস্থান গড়। এই মহাস্থানে গড়ে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন হয়রত শাহ সুলতান মাহমুদ বলখী (রা.)। কথিত আছে পুন্ড্রনগরের হিন্দু রাজা পশুরামের সঙ্গে হযরত শাহ সুলতান বলখী (রা.) যুদ্ধ হয়েছিল। যুদ্ধে হযরত শাহ সুলতার মাহমুদ বলখী (রা.) বিজয়ী হয়। পরবর্তীতে তার শাহাদৎ বরণের পর মহাস্থানে মাজার স্থাপিত হয়।

সেই থেকে মহাস্থান গড়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৈশাখের শেষ বৃহস্পতিবার মাজার জিয়ারত উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, নিজেদের প্রার্থনা, জীবনাচারের অংশ হিসেবে জটাধারী সাধু সন্ন্যাসীরা গাঁজা সেবনের আসর বসিয়েছেন। আগে মাজার এলাকাতেই গাঁজা সেবনের উৎসব চলতো। বর্তমানে মাজার এলাকার বাইরেও গাঁজার উৎসব ছড়িয়েছে।

মানুষের ভিড় সামলাতে বিপুল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে মাজার কর্তৃপক্ষ।

সারাবাংলা/এমও

গাঁজার উৎসব গাঁজার মেলা বৈশাখী উৎসব মহাস্থান গড় মানুষের ঢল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর