Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাই-শ্বশুরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২২:৫৫

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ছায়েদ আলী (৬৩) ও জামাই সাজু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামের এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ছায়েদ আলী কালিকাপুর গ্রামের মৃত আমিরুদ্দীনের ছেলে এবং সাজু মিয়া বিশুবাড়ি গ্রামের ছাদেকুলের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, সবার অজান্তেই ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তার লিকেজ হয়ে ঘর বিদ্যুতায়িত হয়েছিল। ছায়েদ আলী ও সাজু মিয়া ধান মাড়াইয়ের কাজ শেষে মাড়াই মেশিন ঘরে রেখে আসার সময় জামাই সাজু মিয়া ঘরের বেড়ার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শ্বশুর ছায়েদ আলীও বিদ্যুতায়িত হন। এসময় দু’জনই ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও দরবস্থ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ শরিফুল ইসলাম ঘটনাস্থলে যান এবং নিহতদের পরিবারকে সান্তনা দেন।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পরিবারকে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

গোবিন্দগঞ্জ জামাই-শ্বশুরের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর