Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট কারচুপির অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২১:৩২ | আপডেট: ১২ মে ২০২২ ২১:৩৮

বান্দরবান: ২০২১ সালের ২৮ নভেম্বর বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ১২৭ জনের বিরুদ্ধে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দা‌য়ের করে‌ছে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার জিহাদ।

বৃহস্প‌তিবার (১২ মে) বাদী পক্ষের আইনজীবী মো. খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- ১নং আলীকদম সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, উপজেলা নির্বাচন ও রিটা‌র্নিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী, ৭নং ওয়া‌র্ডের প্রিজাইডিং অফিসার মো. জসীম উদ্দীন, ৭নং ওয়া‌র্ডের সহকারী প্রিজাইডিং অফিসার ওবাইদুল হাকিম, ৭নং ওয়া‌র্ডের সহকারী প্রিজাইডিং অফিসার আশিকুল ইসলাম, ৭নং ওয়া‌র্ডের পোলিং অফিসার হুমাইরা জান্নাত লিমা, ৭নং ওয়া‌র্ডের পোলিং অফিসার সামহ্রী মারমা, ৭নং ওয়া‌র্ডের পোলিং অফিসার মো. আবুজাফর, ৮নং ওয়া‌র্ডের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির, ৮নং ওয়া‌র্ডের সহকারী প্রিজাইডিং অফিসার আক্তার উদ্দিন, ৯নং ওয়া‌র্ডের প্রিজাইডিং অফিসার রামেল পাল, ৯নং ওয়া‌র্ডের সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হোছনগীর, ৫নং ওয়া‌র্ডের প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দীন, ৫নং ওয়া‌র্ডের সহকারী প্রিজাইডিং অফিসার চানু মারমাসহ আলীকদমের ১নং সদর ইউনিয়নে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে নির্বাচনের সময় দায়িত্বরত ১২৭ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার।

অভিযোগে জানা যায়, গত ২৮ নভেম্বর আলীকদমের চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও বিবাদিরা ভোট গণনার সময় প্রচুর কারচুপি হয়। নির্বাচনী এলাকার দুর্গম ৮ ও ৯নং ওয়ার্ডেও অধিক ভোট কাস্টিং দেখি‌য়ে প্রতিপক্ষের বেশি ভোট দেখায়। এ নিয়ে বিভিন্ন দফতরে অনিয়মের প্রমাণ দি‌য়ে ভোট পুনঃগণনার দাবি ও দোষী‌দের বিচা‌রের দা‌বি জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

অভিযোগকারী মো. আনোয়ার জিহাদ বলেন, ‘নির্বাচন কমিশনে ভোট কারচুপির প্রমাণ দাখিল করে অভিযোগ করেছিলাম। নির্বাচন কমিশন অভিযোগ আমলে নিয়ে নির্বাচন স্থগিত করে এক‌টি তদন্ত কমিশন গঠন করে। এতেও কারচুপি প্রমাণও হয়। তারপরও নির্বাচন কমিশন ন্যায়বিচার না করায় নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি।’

সারাবাংলা/এমও

আলীকদম ইউপি চেয়ারম্যান তদন্ত কমিশন ভোট কারচুপি মামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর