Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১২ থেকে ১৪ টাকা

লোকাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ২১:০১ | আপডেট: ১৩ মে ২০২২ ১২:২৯

হিলি (দিনাজপুর): আমদানি বন্ধের পর অস্থির হয়ে উঠেছে হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমদানিকৃত এসব পেঁয়াজের দাম। দুই দফায় পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৪ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা, বাজার মনিটরিং এর দাবি তাদের। এদিকে নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট করে কেউ দাম বাড়ানো চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়— প্রতিটি পেঁয়াজ বিক্রেতার দোকানে রয়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ। তারপরও প্রতিদিনই বাড়ছে এ সব পেঁয়াজের দাম। ৫দিন আগেও হিলি বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ এখন হিলি বাজারে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। সপ্তাহের ব্যবধানে কেজি ১২ থেকে ১৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আর দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

বিজ্ঞাপন

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিক নামের একজন ক্রেতা বলেন, ‘হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। কয়েকদিন আগেও ১৪ /১৫ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে শুনি দাম বেড়েছে। আজকে পেঁয়াজ কিনলাম ২৮ টাকা কেজি দরে। এরকম দাম বেশি হলে আমাদের জন্য সমস্যা।’

সোবহান নামের একজন বলেন, ‘আমদানি বন্ধ কিংবা সরবরাহ কমের অজুহাতে হুটহাট করে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। এতে আমাদের সমস্যায় পড়তে হয়। প্রশাসনের কাছে অনুরোধ নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে দাম সাধারণ ক্রেতাদের নাগালে যেন রাখে।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন বলেন, ‘আমদানি বন্ধ থাকলেও আড়ত গুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তবে আমাদের কাছে পেঁয়াজ বিক্রি করছে না তারা। আর চাহিদার তুলনায় বাজারে কম পেঁয়াজ আমরা পাচ্ছি এবং বেশি দামে কিনতে হচ্ছে। বেশি দামে কেনার ফলে বাজারে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আগের থেকে কেজিতে ১২ থেকে ১৪ টাকা পেঁয়াজের দাম বেড়েছে।’

আমদানি বন্ধ থাকলে দাম আরও বাড়বে বলেও জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, ‘আমদানি বন্ধের অজুহাতে কেউ যদি পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করার চেষ্টা করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

পেঁয়াজ পেঁয়াজের দাম হিলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর