Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ১৯:৩৬

ঢাকা: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পঞ্চদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের (১৫শ বিজেএস) পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান ১৮ মে শুরু হবে এবং আগামী ১২ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকেরের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

১০০টি আসনের জন্য উপযুক্ত প্রার্থীরা পঞ্চদশ বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তবে এই পদ সংখ্যা কম বা বেশি হতে পারে।

বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত থাকে যে, প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা ক্ষেত্রমতে, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।

প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখে অনধিক ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।

সারাবাংলা/কেআইএফ/একে

আদালত সহকারী জজ নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর