‘প্রথম পদ্মাসেতু উদ্বোধনের পর দ্বিতীয়টির জন্য পরীক্ষা-নিরীক্ষা’
১২ মে ২০২২ ১৬:৫৯ | আপডেট: ১২ মে ২০২২ ১৮:৫০
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা দ্বিতীয় পদ্মাসেতুর ব্যাপারে চিন্তাভাবনা করছি। প্রথম সেতু শেষ হলে দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে সেতু নির্মাণের ব্যাপারে আমরা বলেছি। প্রথম পদ্মসেতু উদ্বোধনর পর আমরা নদীর নাব্যতা পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তাভাবনা করব যে, এই রুটে দ্বিতীয় পদ্মাসেতু, না কি টানেল নির্মাণ করব।
বৃহস্পতিবার (১২ মে) সকালে ফরিদপুরর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ শহর ক্যাম্পাসে যুক্ত ছিলেন।
ক্ষমতাসীন সরকারের টানা মেয়াদে গত ১৩ বছর আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা শুধু ভেবে দেখুন। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ; কী ছিল ১৩ বছর আগে? কোথায় ছিল বাংলাদেশ? আর এই ১৩ বছর পরে এত উন্নয়ন, এত অর্জনের মধ্যেও বিএনপির মতো দল দিনের আলোয় রাতের অন্ধকার দেখে। উন্নয়ন তাদের চোখে পড়ে না। কালো চশমা পড়ে আছে।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুলরা উন্নয়ন দেখতে পায় না। স্বপ্নের পদ্মাসেতুর জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ চেয়ে আছে চাতকের মতো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী মাসের (জুন) শেষ দিকে বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন ঘোষণা করবেন।’
দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে জানিয়ে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের চলমান উন্নয়ন- অর্জন ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে। আগামী জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এখন থেকেই দলকে সুসংগঠিত ও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেন, ‘হুংকার দিয়ে লাভ নেই। দেশের জনগণকে দেখাবার মতো আপনাদের এমন কোনো উন্নয়ন নেই। তাই সরকারের পদত্যাগ দাবি না করে নিজেরা পদত্যাগ করুন।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত আছেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করছেন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম