Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ১৩:২৮

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

জাহিদুল ইসলামের বাড়ি টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায়। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) মো. লিটন জানান, নিহত জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের কাজ দেখাশোনা করতেন। সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে মোটরসাইকেলে করে আসার সময় অজ্ঞত এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর