Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ উপজেলার ২২ ইউপিতে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌঁড়ঝাপ

টাঙ্গাইল প্রতিনিধি
১২ মে ২০২২ ০৯:৫৩ | আপডেট: ১২ মে ২০২২ ১৩:২৭

টাঙ্গাইল: জেলার ৭টি উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এরপরই দলীয় মনোনয়ন পেতে হাই কমান্ড ও দলের সিনিয়র নেতাদের পেছনে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন প্রার্থীরা। আগামী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে এসব নির্বাচন হবে।

ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে মধুপুরে ৮টি, মির্জাপুরে ৬টি, গোপালপুরে ২টি, বাসাইলে ২টি, সখীপুরে ২টি টাঙ্গাইল সদরে ১টি এবং নাগরপুরে একটিতে নির্বাচন হবে। এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মধুপুরের ইউনিয়নগুলো হচ্ছে- শোলাকুড়ি, ফুলবাগচালা, অরণখোলা, বেরীবাইদ, কুড়াগাছা, মহিষমারা, কুড়ালিয়া ও আউসনাড়া। এর মধ্যে শোলাকুড়ি ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন ও শহিদুল ইসলাম ফকির, ফুলবাগচালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম বেনু ও বজলুর রশিদ, অরণখোলায় বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ও হাছান ইমাম মিণ্টু, বেরী বাইদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান জুলহাস উদ্দিন ও মজিবর রহমান মাষ্টার, কুড়াগাছায় বর্তমান চেয়ারম্যান মো. ফজলুল হক ও আব্দুল হালিম, মহিষমারায় বর্তমান চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব ও মো. মহির উদ্দিন, কুড়ালিয়ায় বর্তমান চেয়ারম্যান আহাম্মদ আলী, মঞ্জুরুল ইসলাম, আব্দুল মান্নান, রওশন আলী ও সুমন মিয়া, আউশনারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অধ্যক্ষ জুয়েল রানা ও আলী আকবর।

মির্জাপুর উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে- লতিফপুর, বহুরিয়া, ফতেহপুর, তরফপুর, আজগানা ও ভাওড়া। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হচ্ছেন- লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, সৈয়দ আরিফ হোসেন ও সাইফুদ্দিন আলাল। বহুরিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ ছাদু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম খোকন ও আব্দুস সালাম সিকদার, রেজাউল করিম বাবলু।

বিজ্ঞাপন

ফতেপুর ইউনিয়নের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান হুমায়ূন তালুকদার, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, বাহার উদ্দিন মাস্টার ও ইব্রাহিম সিকদার।

তরফপুর ইউনিয়নে প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাজিম উদ্দিন মোল্লা, শওকত মোমেন শাজাহান, আব্দুল বাসেদ মিয়া ও ইজ্জত আলী জনি।

আজগানা ইউনিয়নের প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, এমএ কদ্দুছ, মকবুল হোসেন, মীর আব্দুল লতিফ, আজাহারুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ভাওড়া ইউনিয়নের প্রার্থীরা হলেন সাবেক চেয়ামর‌্যান তোতা মিয়া, আমজাদ হোসেন, লাবলুর রহমান, তোতা মিয়া ও আমজাদ হোসেন।

এছাড়া জেলার গোপালপুর, বাসাইল ও সখীপুরে দুইটি করে এবং টাঙ্গাইল সদর ও নাগরপুর উপজেলায় একটি করে ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইসলাম জানান, আগামি ১৫ জুন টাঙ্গাইল জেলার ২২টি ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে আটিয়া ইউনিয়নে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহনে সকল প্রস্তুতি গ্রহন করা হবে। আশা করা যায়, গত নির্বাচনের মতো এবারের নির্বাচনগুলোও অংশগ্রহন মূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর হবে।

উল্লেখ্য, দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবম ধাপের তফসিল গত ২৫ এপ্রিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামি ১৭মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং আগামি ১৫ জুন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এসএসএ

টাঙ্গাইল টাঙ্গাইল ইউপি নির্বাচন