Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারুন-আনিসুর-নুরুলসহ পুলিশের ডিআইজি হলেন ৩২ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২২ ০৮:১৯

ঢাকা: পুলিশের উপ মহাপরিদর্শক পদে ৩২ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, আনিসুর রহমান, মোল্লা নজরুল ইসলাম, শাহ মিজান শাফিউর রহমান, র‍্যাবে কর্মরত মোজাম্মেল হকসহ অনেকেই রয়েছেন। দুজন নারীও ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রেড-৩ পদে সরকারী বেতন ভাতা ভুক্ত হলেন তারা।

ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন, মাহফুজুর রহমান, রেজাউল হক, মনির হোসেন, মনিরুজ্জামান, মিজানুর রহমান, মুনিবুর রহমান, পরিতোষ ঘোষ, জয়দেব কুমার ভদ্র, কাজী জিয়া উদ্দিন, গোলাম রউফ খান, আসাদুজ্জামান, মাহবুব আলম, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, শামীমা বেগম, সালমা বেগম, মিরাজ উদ্দিন আহমেদ, একেএম এহসান উল্লাহ, এসএম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, ইলিয়াস শরীফ, নুরে আলম মিনা, শাহ আবিদ হোসেন, জামিল হাসান, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম ও সৈয়দ নুরুল ইসলাম।

পদোন্নতি প্রাপ্ত সবাই অতিরিক্ত উপ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে পুলিশ ও র‍্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন।

সারাবাংলা/ইউজে/এসএসএ

পুলিশের ডিআইজি