নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১১ মে ২০২২ ২৩:৪১ | আপডেট: ১২ মে ২০২২ ০০:০৩
নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় শান্তনা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ সদর উপজেলার লস্করপুর সরদার পাড়া মহল্লার রতন আলীর স্ত্রী।
নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিহতের স্বামী রতন আলী স্থানীয় মাছের আড়তে কাজ করতেন। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে আড়তে চলে যান রতন। এরপর (বুধবার) সকালে বাড়িতে এসে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শান্তনার মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ ঝুলন্ত অবস্থায় শান্তনার মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর