সোনারগাঁওয়ে তিতাসের গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন
১১ মে ২০২২ ২৩:২৭ | আপডেট: ১১ মে ২০২২ ২৩:৫৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-গাজীপুর রুটের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে সংস্কার কাজের সময় তিতাসের গ্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় আগুনে একটি পিকআপ পুড়ে গেছে।
বুধবার (১১ মে) বিকেলে উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় গত কয়েক মাস ধরে ঢাকা-গাজীপুর রুটের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে ছয় লেনে সম্প্রসারণের সংস্কার কাজ চলছে।
সোনারগাঁও ফায়ার স্টেশনের পরিদর্শক আসিফ আকন্দ দিপু জানান, বুধবার বিকেলে ভেকু দিয়ে মাটি খোঁড়ার সময় তিতাসের গ্যাস সংযোগে লিকেজ তৈরি হয়। এসময় প্রবল বেগে গ্যাস বের হলে কাছে থাকা একটি পিকআপ গাড়িতে আগুন ধরে যায়। এক পর্যায়ে গ্যাস পাইপলাইনেও আগুন জ্বলতে থাকে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত বা দগ্ধ হয়নি বলে জানান আসিফ আকন্দ দিপু।
সারাবাংলা/টিআর