Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে খরচ ছাড়াই টাকা যাবে বিকাশে

সারাবাংলা ডেস্ক
১১ মে ২০২২ ২৩:০২ | আপডেট: ১১ মে ২০২২ ২৩:৫০

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা আনতে পারছেন কোনো খরচ ছাড়াই। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বিকাশ যৌথভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করে।

বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকার সুযোগের মাধ্যমে মোবাইল আর্থিক খাতের প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হলো।

বিজ্ঞাপন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বিকাশ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শেদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন ও উপব্যবস্থাপনা পরিচালক (চিফ অপারেটিং অফিসার) মো. রফিকুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিস জায়েদ আমীনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকাশ জানিয়েছে, বিকাশে টাকা আনতে প্রথমেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে নিজের অথবা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। এজন্য ইন্টারনেট ব্যাংকিং আইডি ও পাসওয়ার্ড দিয়ে বেঙ্গল ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড বেনিফিশিয়ারি’র মাধ্যমে বিকাশ নম্বর যুক্ত করতে হবে।

পরের ধাপে ‘ফান্ড ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ ও বিবরণ লিখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ওটিপি ও সিকিউরিটি পিন দিলেই তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

বিজ্ঞাপন

লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

সারাবাংলা/টিআর

বিকাশ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর