Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৬ নারী

লোকাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ২৩:১৫ | আপডেট: ১১ মে ২০২২ ২৩:১৮

বেনাপোল (যশোর): ভারতে পাচার হওয়া ছয় নারী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে  বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। কারাভোগ করে আদালতের আদেশে মহারাষ্ট্রের পাজোলা নামে একটি শেল্টার হোমে ছিলেন তারা।

বুধবার (১১ মে) সন্ধ্যা ৬টায় ভারতের ইমিগ্রেশন পুলিশ এই ছয় নারীকে হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে।

ফেরত আসা ছয় নারী হলেন— ঢাকার মিতু আক্তার (২০), মাগুরার মৌমিতা রায় (২২), যশোরের জরিনা বেগম (২৩), ঢাকার সীমু রহমান (২২), শেরপুরের রিয়া আক্তার (২১) ও ঢাকার জারা খান (২১)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ভালো কাজের আশায় তারা বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন অবৈধ উপায়ে। পরে দেশটিতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। তারা দুই থেকে তিন বছর কারাবরণের পর আদালতের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিট পেয়ে দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর রাইটসের এরিয়া কো-অর্ডিনেটর মুহিদ চৌধুরী বলেন, পাচারের শিকার নারীদের বেনাপোল থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর নিয়ে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/টিআর

ভারতে কারাবরণ ভারতে পাচার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর