Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল হচ্ছে ৮ বিভাগের মৌজা ম্যাপ শিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৮:২৭ | আপডেট: ১১ মে ২০২২ ১৯:২৮

মৌজা ম্যাপের ছবি, এই ম্যাপই ডিজিটাল শিটে রূপান্তরের কাজ শুরু হতে যাচ্ছে

ঢাকা: দেশের আট বিভাগে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ বাস্তবায়নে আটটি প্রস্তাবসহ ১৭টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। অনুমোদন পাওয়া মোট ১৭টি প্রস্তাবে ব্যয় হবে ১ হাজার ৫৩৮ কোটি ৭৪ লাখ টাকা।

বুধবার (১১ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপত্বি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জিল্লুর রহমান চৌধুরী বলেন, দেশের আটটি বিভাগে ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ (সাব প্যাকেজ নং-১)-এর আওতায় মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করা হবে। এ লক্ষ্যে বিভাগওয়ারি আটটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ১৩ হাজার ৩০৪টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ১২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা।

অন্যান্য বিভাগের তথ্য তুলে ধরে অতিরিক্ত সচিব জানান, রাজশাহী বিভাগে ১৭ হাজার ৬৪১টি মৌজা ম্যাপ শিটও ডিজিটালাইজ করবে ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭ কোটি ১ লাখ টাকা। ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৮৯৮টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘দেশ উপদেশ লিমিটেড’ ও ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসেস লিমিটেড’। এতে ব্যয় হবে ১৩ কোটি ৪০ লাখ টাকা। সিলেট বিভাগে ১০ হাজার ২০৪টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ডাটা এক্সপার্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘মাল্টিমিডিয়া কনটেন্টস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড’। এতে ব্যয় হবে ১৪ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা বিভাগে ১৮ হাজার ৭৭৯টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘সিনেসিস আইটি লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭ কোটি ৮০ লাখ ১১ হাজার  টাকা। খুলনা বিভাগে ৪২ হাজার ১৭১টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড’। এতে ব্যয় হবে ২৭ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকা। বরিশাল বিভাগে ৮ হাজার ৭৯৩টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘সিনেসিস আইটি লিমিটেড’। এতে ব্যয় হবে ১২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫ হাজার ৬২২টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড’ ও ‘মেগাটেক জিএনবিডি’। এতে ব্যয় হবে ২৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব জানান, একই প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের দুইটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সারাদেশের স্যাটেলাইট ইমেজ সংগ্রহ ও ইমেজ ক্লাসিফিকেশন (ভূমির ব্যবহার) ক্রয় কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে ‘সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস’। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকা। অন্যদিকে ‘ডেভেলপমেন্ট অব ওয়েব অ্যাপ্লিকেশন ফর জিআইএস ডাটাবেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ভিজ্যুয়ালাইজেশন’ কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘সিনেসিস আইটি লিমিটেড’। এতে ব্যয় হবে ২ কোটি ৭ লাখ ৭৮ হাজার  টাকা।

অতিরিক্ত সচিব বলেন, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট। এতে ব্যয় হবে ৮১ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকা।

এছাড়া বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানি করতে বিসিআইসিকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২১ কোটি ২৩ লাখ টাকা। বিসিআইসি কাফকো থেকেও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে বলে অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ২২৬ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা।

জিল্লুর রহমান চৌধুরী বলেন, বৈঠকে টেবিলে উপস্থাপিত দুইটি প্রস্তাবের একটিতে ৩৪৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন টিএসপি সার এবং তিউনিশিয়া থেকে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে দুইটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘বরিশাল জেলার সদর উপজেলায় কীর্তনখোলা নদীর ভাঙন থেকে চরবাড়িয়া এলাকা রক্ষা’ প্রকল্পের (প্যাকেজ নং-বিএসএল-০১) পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ ১৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় কমানো এবং ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চার লেন মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪৯ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রয় কমিটির সভা মৌজা ম্যাপ মৌজা ম্যাপ শিট