Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২২ ১৯:২৯

ঢাকা: রাজধানীর মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যবসায়ী তিন লাখ টাকা খুইয়েছেন। তিনি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন।

বুধবার (১১ মে) বিকাল ৪টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে এক সিএনজিচালক তাকে মগবাজার চৌরাস্তা এলাকায় বাসার কাছে নিয়ে যায়। সেখানকার লোকজন তাকে চিনতে পারে। পরে স্বজনরা সংবাদ পেয়ে সন্ধ্যার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

ওই ব্যবসায়ীর ভাই মহিবুর রহমান জানান, মিজানুর রহমান গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তিনি মগবাজার মসজিদ গলি এলাকায় স্থানীয় বাসিন্দা। ব্যবসার কোনো কাজে তিনি মতিঝিল এলাকায় গিয়েছিলেন। সেখানে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন।

মহিবুর আরও জানান, তার ভাই নিজেই আস্তে আস্তে করে বলতে থাকেন তার কাছে তিন লাখ টাকা ছিল। তার পরনের জিন্সের প্যান্টের দুটি পকেট কাটা রয়েছে। মতিঝিল এলাকায় সে আচার কিনে খেয়েছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে আচার খাইয়ে অজ্ঞান করে তিন লাখ টাকা নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থ ব্যক্তির প্যান্টের দুই পকেট কাটা দেখা গেছে। তিনি ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছেন। তাকে জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কার করে ওয়ার্ডে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

৩ লাখ টাকা অজ্ঞান পার্টির খপ্পর ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর